কোর্সকে আকর্ষণীয় করতে এবং কোর্সের সাথে শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়াতে বিষয়ভিত্তিক তথ্য বা ভিডিও লেকচার, অনুশীলন, অ্যাসাইনমেন্ট, ফোরামসহ কোর্স তৈরির জন্য আমাদের রয়েছে প্রয়োজনীয় সকল টুলস। কাজেই কোর্স তৈরি বা প্রশিক্ষণ প্রদান করুন যেভাবে আপনি চান।
কার্যকরভাবে কোর্স তৈরি ও প্রশিক্ষণ প্রদানে আমরা প্রশিক্ষকগণকে প্রয়োজনীয় তথ্যসহ সার্বিক দিক নির্দেশনা এবং প্রয়োজনে কারিগরি সহায়তা প্রদান করে থাকি। ফলে খুব সহজেই আপনি আমাদের সাথে আপনার কাঙ্খিত কোর্সটি তৈরি করার মাধ্যমে প্রশিক্ষণ প্রদান শুরু করতে পারবেন।
আপনার কোর্সের প্রচার ও প্রসারে আমরা অরগ্যানিক ও পেইড উভয় ধরনের মার্কেটিং করে থাকি। ফলে আপনি যে কাজে ভালো (কোর্স তৈরি ও প্রশিক্ষণ প্রদান), শুধু সে কাজেই মনোযোগ দিতে পারবেন।
কোর্স থেকে অর্জিত আয় এর ৫০% পর্যন্ত কোর্স প্রস্তুতকারক ও প্রশিক্ষক পেয়ে থাকেন। এছাড়া পঠন-পাঠন.কম এর বেশিরভাগ কোর্সগুলোই বিষয়ভিত্তিক তথ্য বা ভিডিও লেকচার হওয়ায় একবার কোর্স প্রস্তুত হয়ে গেলে প্রশিক্ষককে প্রশিক্ষণ প্রদানে খুব বেশি সময় দিতে হয় না। ফলে আপনি আপনার সময় এবং অভিজ্ঞতার সর্বোচ্চ বিনিময় নিশ্চিত করতে পারবেন।
প্রথম ধাপ- নিচের ফরমটি পূরণ করে আপনি কোন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করতে চান তা আমাদেরকে জানান।
দ্বিতীয় ধাপ- আপনার আবেদন ফরমটি মূল্যায়ন করে আমরা আপনার সাথে যোগাযোগ করব এবং কোর্স তৈরি করার ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা প্রদান করে সহযোগিতা করব।
তৃতীয় ধাপ- কোর্সের বা প্রশিক্ষণ প্রদানের বিষয়বস্তু ও কৌশল প্রস্তুত হয়ে গেলে তা মূল্যায়নপূর্বক পঠন-পাঠন.কম এ অন্তর্ভুক্ত করা হবে এবং পেইড কোর্সের ক্ষেত্রে আপনি কোর্স থেকে প্রাপ্ত আয়ের অংশ গ্রহণ করা শুরু করবেন।
হ্যাঁ, তবে পঠন-পাঠন.কম এ আমরা শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা অর্জনের চাহিদাকে প্রাধান্য দিয়ে থাকি, তাই স্কুল, কলেজ, ও বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম সম্পৃক্ত বিষয় এবং দৈনন্দিন ও কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নের উপর কোর্স তৈরি ও প্রশিক্ষণ প্রদানের পরামর্শ দিয়ে থাকি, যদি না বিনামূল্যে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কমিউনিটির উন্নয়ন আপনার উদ্দেশ্য হয়ে থাকে।
যেকোনো কোর্সের একটি যৌক্তিক মূল্য নির্ধারণের ক্ষেত্রে কোর্স প্রস্তুতকারক বা প্রশিক্ষকগণের স্বাধীনতা আছে, তবে কোর্সের মূল্য যেন প্রতিযোগিতামূলক ও সাধারণ শিক্ষার্থীদের ক্রয় ক্ষমতার মধ্যে হয় তা নিশ্চিত করার জন্য আমরা কোর্স প্রস্তুতকারক ও প্রশিক্ষকগণকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করে থাকি।
কোর্সের প্রস্তুতকারক এবং/অথবা প্রশিক্ষক কোর্সের ধরনের উপর ভিত্তি করে কোর্স থেকে প্রাপ্ত আয়ের ৩৫% থেকে ৫০% পর্যন্ত পেয়ে থাকেন। প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে পূর্ববর্তী মাসের আয়ের অংশ ব্যাংকের মাধ্যমে কোর্স প্রস্তুতকারক/প্রশিক্ষককে প্রদান করা হয়।
পঠন-পাঠন.কম এ নতুন কোর্স অন্তর্ভুক্তির ক্ষেত্রে আমরা কোর্স তৈরি ও প্রশিক্ষণ প্রদানের শুরু থেকে শেষ পর্যন্ত কোর্স প্রস্তুতকারক ও প্রশিক্ষকগণকে সার্বিক দিকনির্দেশনা এবং প্রয়োজনীয় তথ্য ও কারিগরি সহায়তা দিয়ে সাহায্য করে থাকি। পরবর্তীতে শিক্ষার্থীদের কোর্স সম্পর্কিত রেটিং ও মতামতের ভিত্তিতে কোর্সের মান উন্নয়নের কোন সুযোগ থাকলে তা কোর্স প্রস্তুতকারক ও প্রশিক্ষকগণকে অবহিত করা হয়। কোর্সের মান নিশ্চিতকরণে একটি নির্ধারিত মেয়াদ অন্তর (সাধারণত তিন মাস) সকল কোর্সের ইউজার রেটিং মূল্যায়ন করা হয় এবং এ মূল্যায়নে কোন কোর্স প্রয়োজনীয় ৩.৫ রেটিং অর্জন করতে ব্যর্থ হলে সে কোর্সের ডেলিভারি সাময়িকভাবে স্থগিত করা হয় এবং কোর্স প্রস্তুতকারক এবং/অথবা প্রশিক্ষককে কোর্সটির সার্বিক উন্নতির জন্য দিকনির্দেশনা প্রদান করা হয়। পরবর্তীতে কোর্সটিতে সন্তোষজনক উন্নতি করা হলে তা আবার পঠন-পাঠন.কম এ অন্তর্ভুক্ত করার সুযোগ থাকে।
পঠন-পাঠন.কম এর পক্ষ থেকে আমরা কোর্স তৈরি ও প্রশিক্ষণ প্রদানের বিষয়ে কৌশল নির্ধারণে কোর্স প্রস্তুতকারক ও প্রশিক্ষকগণকে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও তথ্য দিয়ে সহায়তা করে থাকি। এর বাইরে আমাদের ওয়েবসাইট এবং অনলাইনে প্রশিক্ষণ প্রদানের সাথে সম্পৃক্ত প্রযুক্তি ও উপকরণের সাথে অভ্যস্ত হওয়ার জন্য আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। এছাড়াও যাদের ভিডিও লেকচার তৈরি করার জন্য ভিডিও করার উপকরণ ও কারিগরি সহযোগীতা প্রয়োজন, তাদেরকে কোর্সের স্বত্তে অংশীদারিত্বের ভিত্তিতে আমরা প্রয়োজনীয় সহায়তা করে থাকি।
কোর্স এর বিষয়বস্তু সম্পর্কে কোর্স প্রস্তুতকারক ও প্রশিক্ষকের একজন বিশেষজ্ঞ হওয়া আবশ্যক। এর বাইরে তাদের কোর্স তৈরি ও প্রশিক্ষণ প্রদানের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। যে সকল কোর্স অনলাইনে শিক্ষার্থীদের নিয়ে সরাসরি সঞ্চালনা করা হবে, সে সকল ক্ষেত্রে প্রশিক্ষক বা ফ্যাসিলিটেটরের অনলাইনে প্রশিক্ষণ প্রদান এবং ইন্টারনেট ও কম্পিউটার পরিচালনা বিষয়ে জ্ঞান থাকা প্রয়োজন।
সাধারণভাবে কোর্স তৈরি ও প্রশিক্ষণ প্রদানের জন্য বিষয়ভিত্তিক জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা থাকা প্রয়োজন। পঠন-পাঠন.কম এ আমরা কোর্স প্রস্তুতকারক, প্রশিক্ষক ও প্রশিক্ষণ সংশ্লিষ্ট কমিউনিটির দক্ষতা উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। আর তাই, আপনার যদি এমন কোনো বিষয়ে জ্ঞান, অভিজ্ঞতা বা দক্ষতা থেকে থাকে যে বিষয়ে কোন বিশেষ গোষ্ঠী বা সাধারণ মানুষের মধ্যে জ্ঞান ও দক্ষতা উন্নয়নের চাহিদা রয়েছে, সেক্ষেত্রে সে বিষয়ে কোর্স তৈরি ও প্রশিক্ষণ প্রদানের জন্য পঠন-পাঠন.কম এর পক্ষ থেকে আপনাকে প্রয়োজনীয় সহায়তা করা হবে। এ সকল ক্ষেত্রে কেইস টু কেইস বেসিসে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
উল্লিখিত প্রশ্নগুলোর বাইরে আপনার আরো কিছু জানার থাকলে তা আমাদেরকে জানান।
প্রয়োজনীয় লিংকসমূহ
নিউজলেটার
পঠন-পাঠন.কম সম্পর্কিত সর্বশেষ তথ্য এবং অফারসমূহ পেতে সবস্ক্রাইব করুন।
নিশ্চিত ও সুরক্ষিত পেমেন্টের জন্য
২০২১ পঠন-পাঠন.কম