গোপনীয়তা সংরক্ষণ নীতিমালা
পঠন-পাঠন.কম এ আপনাকে স্বাগতম! আমাদের ‘ব্যবসা পরিচালনা’ এবং ‘ওয়েবসাইট ব্যবহার’ নীতিমালা সমূহের আলোকে আমাদের সকল সেবা গ্রহণকারীগনের ও ওয়েবসাইট ব্যবহারকারীগণের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ও সুরক্ষা রক্ষায় আমরা সর্বদা সচেষ্ট। এই ‘গোপনীয়তা সংরক্ষণ’ নীতিমালায় পঠন পাঠন.কম এর সেবাসমূহ গ্রহণ বা ব্যবহার করার লক্ষ্যে আপনি (এর মাধ্যমে পঠন-পাঠন.কম এর ব্যবহারকারী, শিক্ষার্থী, প্রশিক্ষক, কোর্স প্রস্তুতকারক সহ প্রযোজ্য অন্য সকল ব্যবহারকারীগণকে বোঝান হয়েছে) যে ব্যক্তিগত তথ্য প্রদান করেন তা পঠন-পাঠন.কম এর কর্মকর্তা, কর্তৃপক্ষ এবং আমাদের সহযোগী সেবা প্রদানকারীগণ কিভাবে সংরক্ষণ ও ব্যবহার করেন বা করবেন সে বিষয়ে বর্ণনা করা হয়েছে। এছাড়া এই নীতিমালাতে আপনি আপনার সম্পর্কিত কি তথ্য প্রদান করবেন এবং আমরা আপনার তথ্যসমূহ কিভাবে ও কোন কাজে ব্যবহার করব সে বিষয়ে আপনার সিদ্ধান্ত নেয়ার স্বাধীনতা এবং সে তথ্যসমূহ আপনি কিভাবে আপডেট বা ডিলিট করতে পারেন বা পারবেন সে বিষয়ে বর্ণনা করা হয়েছে।
এই ‘গোপনীয়তা সংরক্ষণ’ নীতিমালাটি পঠন-পাঠন.কম এর সকল পরিদর্শনকারী এবং ব্যবহারকারীগণের জন্য প্রযোজ্য। এই ওয়েবসাইটটি পরিদর্শন এবং এর ব্যবহার করার মধ্যমে আপনি এই নীতিমালাটির প্রতি আপনার সম্মতি প্রদান করছেন।
১. সংগ্রহকৃত ব্যক্তিগত তথ্যের বিবরণ
পঠন-পাঠন.কম এ রেজিস্ট্রেশন, ফরম পূরণ বা কন্টেন্ট পোস্ট এর মত বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আমরা আপনার নিকট থেকে আপনার নাম, ফোন নাম্বার, ইমেইল এড্রেস, পোষ্টাল অ্যাড্রেস এর মত বিভিন্ন ব্যক্তিগত তথ্য আপনার অনুমতি সাপেক্ষে সংগ্রহ করে থাকি। আপনি চাইলে এ তথ্যগুলো প্রদান নাও করতে পারেন তবে সেই ক্ষেত্রে এই ওয়েবসাইটের কিছু সুবিধা ভোগ করা থেকে আপনি বঞ্চিত হতে পারেন।
২. সংগ্রহকৃত অব্যক্তিগত এবং ব্যবহৃত প্রযুক্তি সম্পর্কিত তথ্যের বিবরণ
আপনি যখন পঠন-পাঠন.কম পরিদর্শন বা ব্যবহার করেন তখন আমাদের সার্ভার স্বয়ংক্রিয়ভাবে আপনার ব্রাউজার দ্বারা প্রেরিত কিছু অব্যক্তিগত এবং প্রযুক্তি সম্পর্কিত তথ্য সংরক্ষণ করে। তা হতে পারে আপনার ব্যবহৃত কম্পিউটার, ট্যাবলেট বা ফোনের আইপি এড্রেস, আপনার ব্রাউজারের ধরন এবং ভার্সন নাম্বার, অপারেটিং সিস্টেমের নাম এবং ভার্সন নাম্বার, কাঙ্খিত ভাষার ব্যবহার, এই ওয়েবসাইটে আসার পূর্বে আপনি যে ওয়েবসাইট ব্যবহার করেছেন তার ঠিকানা, এই ওয়েবসাইটে আপনি যে তথ্যসমূহ খোঁজ করেন, এই ওয়েবসাইটে আপনার অবস্থানের সময় এবং তারিখসহ অন্যান্য প্রযুক্তি বিষয়ক বা অব্যক্তিগত তথ্যসমূহ।
৩. সংগৃহীত তথ্যের ব্যবহার
৩.১ আপনার কাছ থেকে সংগৃহীত ব্যক্তিগত তথ্যসমূহ আমরা আপনাকে আপনার চাহিদা মোতাবেক সেবা প্রদান, আমাদের সেবাসমূহের মান উন্নয়ন, আমাদের সেবাসমূহের প্রচারণা ইত্যাদি কাজে ব্যবহার করে থাকি। এছাড়া আপনার কাছ থেকে সংগ্রহকৃত প্রযুক্তি বিষয়ক বা অব্যক্তিগত তথ্যসমূহ অনলাইনের অপব্যবহার সম্পর্কিত ঘটনাসমূহ চিহ্নিতকরণ ও অনুসন্ধান কাজে এবং আমাদের ওয়েবসাইটের ব্যবহার সম্পর্কিত তথ্য বিশ্লেষণ ও নতুন সেবার উন্নয়ন কাজে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া আপনার প্রদেয় সকল তথ্যসমূহ আমরা আইনি বাধ্যবাধকতা, বিরোধ মীমাংসা এবং আপনার সাথে আমাদের যে চুক্তি আছে তা বাস্তবায়নে ব্যবহার করতে পারব।
৩.২ যোগাযোগের বিশ্বাসযোগ্যতা নিশ্চিতকরণের লক্ষ্যে আমাদের প্রতিষ্ঠান থেকে প্রেরিত সকল ইমেইল বা যোগাযোগ পত্রে প্রেরকের নাম এবং তার সাথে কিভাবে যোগাযোগ করা যাবে তার উল্লেখ থাকবে। এছাড়া আমাদের সকল ইমেইল আমাদের নিজস্ব ডোমেইন (@pothonpathon.com) ব্যবহার করে এবং আমাদের সকল যোগাযোগ পত্র আমাদের নিজস্ব লেটারহেড প্যাড ব্যবহার করে প্রেরণ করা হয়।
৩.৩ আমরা আমাদের প্রতিষ্ঠান ও সেবা সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য এবং সাম্প্রতিক অফারসমূহ নিয়ে নিয়মিতভাবে অনলাইন নিউজলেটার প্রেরণ করে থাকি যা গ্রহণ করার জন্য আপনি সাবস্ক্রাইব করতে পারবেন। পরবর্তীতে আপনি যদি তা আর গ্রহণ করতে না চান তবে সেই ইমেইলগুলোতে সংযুক্ত আনসাবস্ক্রাইব নির্দেশনা অনুসরণ করে আমাদের নিউজলেটার সাবস্ক্রিপশন লিস্ট থেকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।
৪. সংরক্ষিত তথ্য ব্যবস্থাপনা
আপনার ড্যাশবোর্ড বা প্রফাইল পেইজে সংরক্ষিত তথ্যসমূহ আপনি চাইলে দেখতে, আপডেট করতে বা মুছে ফেলতে পারবেন। আপনি আপনার ড্যাশবোর্ড বা প্রফাইল পেজ থেকে এ কাজটি করতে পারবেন। যে তথ্যসমূহ আপনি পরিবর্তন বা মুছে ফেলবেন তার পূর্ববর্তী ভার্সনটি আমরা প্রয়োজন অনুধাবন করলে সংরক্ষণ করতে পারব। এছাড়া যে তথ্যসমূহ আপনি দেখতে, আপডেট করতে বা মুছে ফেলতে পারবেন তা আমাদের ওয়েবসাইটের পরিবর্তন বা পরিবর্ধনের সাথে পরিবর্তিত হতে পারে। আপনার প্রদেয় তথ্যসমূহ আপনি যতদিন আমাদের সেবা গ্রহণ করবেন, অথবা যতদিন আপনার একাউন্ট আমাদের ওয়েবসাইটে অ্যাক্টিভ থাকবে, অথবা আমাদের তথ্য সংরক্ষণ নীতিমালা অনুসারে যতদিন এ তথ্যসমূহ সংরক্ষণ করা প্রয়োজন, ততদিন পর্যন্ত আমরা এ তথ্যসমূহ সংরক্ষণ করতে পারব।
৫. সংরক্ষিত তথ্যের নিরাপত্তা
৫.১ আমরা আপনার প্রদেয় তথ্যের নিরাপত্তা বিধানে সদা সচেষ্ট এবং এজন্য প্রয়োজনীয় নীতিগত, সচেতনতামূলক এবং প্রযুক্তিগত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। তথ্য সংগ্রহ এবং সংরক্ষণ এর ক্ষেত্রে আমাদের নীতি হচ্ছে আমরা শুধুমাত্র প্রয়োজনীয় তথ্যই সংগ্রহ এবং সংরক্ষণ করি। আপনার তথ্যের সুরক্ষা নিশ্চিতকরণে আমরা আপনাকে প্রয়োজনীয় সেবা প্রদানের জন্য যাকে বা যাদেরকে যতোটুকু তথ্য প্রদান করা প্রয়োজন, (যেমন আমাদের কর্মকর্তা, সহযোগী সেবা প্রদানকারীগণ) তাকে বা তাদেরকে শুধুমাত্র ততটুকু তথ্যই প্রদান করে থাকি। এছাড়া আমরা আমাদের ওয়েবসাইট ও তথ্য সংরক্ষন ব্যবস্থার সুরক্ষা নিশ্চিতকরণে প্রয়োজনীয় সুরক্ষা সফটওয়্যার এবং সিকিউর সকেটস লেয়ার বা এস এস এল নামক নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করে থাকি। তবে তথ্য সুরক্ষার জন্য প্রয়োজন তথ্য প্রদান থেকে শুরু করে তথ্য সংরক্ষণ এবং তথ্য সুরক্ষার সাথে সম্পৃক্ত সকলের সচেতনতা এবং সহযোগিতা। এছাড়া প্রয়োজনীয় সকল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার পরেও অনেক ক্ষেত্রে তথ্যের ১০০% নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়না। তাই তথ্য সুরক্ষার ক্ষেত্রে যে কোনো দুর্ঘটনা চিহ্নিত বা পরিলক্ষিত হলে দুর্ঘটনার কারণ অনুসন্ধান, আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিতকরণ, প্রয়োজনে তাদের সহযোগিতা গ্রহণ করা এবং এ দুর্ঘটনার ফলে যাদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা বিনষ্ট হয়েছে, তদেরকে দ্রুততম সময়ের মধ্যে অবহিত করার মধ্যে আমাদের দ্বায় সীমিত (যদি আমরা মনে করি যে এই দুর্ঘটনার ফলে তাদের কোনো ক্ষতির সম্ভাবনা তৈরি হয়েছে অথবা এটি যদি আইনি বাধ্যবাধকতা হয়ে থাকে)। এক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে নোটিশ দিয়ে এবং যাদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা বিনষ্ট হয়েছে তাদেরকে ইমেইলের মাধ্যমে অবহিত করা হবে।
৫.২ যেহেতু তথ্য সুরক্ষার ক্ষেত্রে আপনার সচেতনতা এবং সহযোগিতাও গুরুত্বপূর্ণ, তাই আপনি আপনার লগইন আইডি, পাসওয়ার্ড এবং ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা মোবাইল ওয়ালেটের গোপনীয়তা এবং সুরক্ষা বজায় রাখার জন্য দায়বদ্ধ এবং কোনো অবস্থাতেই এ তথ্যসমূহ অন্য কারো সাথে শেয়ার করা উচিত নয়। আমরা আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা মোবাইল ওয়ালেটের তথ্য সংগ্রহ বা সংরক্ষণ করি না, বরং ব্যাংক বা অনলাইন পেমেন্ট ব্যবস্থাপনা প্রতিষ্ঠান কর্তৃক আপনার পেমেন্ট ব্যবস্থাপনা করিয়ে থাকি।
৫.৩ আপনি যদি আমাদের সাথে ইমেইলে যোগাযোগ করেন তবে আমরা আপনার নাম, ইমেইল এড্রেস এবং ইমেইলের বিষয়বস্তু আমাদের প্রতিউত্তরের সাথে ভবিষ্যৎ রেফারেন্সের জন্য সংরক্ষণ করতে পারবো। আপনি আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করলে, বা কোনো ফরম পূরণ করার মাধ্যমে তথ্য প্রদান করলে, অথবা কোনো সেবা গ্রহনের জন্য পারচেজ করলে এসকল প্রক্রিয়ার মাধ্যমে প্রদেয় সকল তথ্যের জন্য একই নীতিমালা প্রযোজ্য। আমরা আমাদের ব্যবসা পরিচালনার জন্য অনলাইনে এবং অফলাইনে প্রাপ্ত সকল তথ্যের জন্য একই নিরাপত্তা ব্যবস্থা অনুসরণ করি।
৬. তথ্যের গোপনীয়তা
আমরা আপনার ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষায়ও সচেষ্ট। আমরা আমাদের ওয়েবসাইটের ব্যবহারকারী এবং সেবা গ্রহীতাদের ব্যক্তিগত তথ্য তৃতীয় কোনো পক্ষের কাছে বিক্রয় করি না। তবে ব্যবসায়িক প্রয়োজনে এবং আপনাকে আপনার চাহিদা মোতাবেক সেবা প্রদানের জন্য তা আমাদের সহযোগী সেবা প্রদানকারীগণের সাথে শেয়ার করা হতে পারে। সেক্ষেত্রে তারাও আমাদের সাথে চুক্তি মোতাবেক আপনার তথ্যসমূহের গোপনীয়তা ও সুরক্ষা নিশ্চিতকরণে সচেষ্ট থাকবেন।
৭. শিশু সুরক্ষা
১৮ বছর বা তার নিচের শিশুদের সুরক্ষায় আমরা বেশ কিছু বিশেষ সুরক্ষা কার্যক্রম গ্রহণ করেছি। এ সকল শিশুদের সুরক্ষা নিশ্চিতকরণে আমরা কখনোই তাদেরকে অন্য কোনো শিক্ষক, শিক্ষার্থী বা পঠন-পাঠন.কম এর কোনো কর্মকর্তার সাথে একা (১ টু ১ বেসিসে) শিক্ষা প্রদানের ব্যবস্থা করি না। তবে বিশেষ প্রয়োজনে তাদের অভিভাবক বা পিতা-মাতার অনুমতি সাপেক্ষে বা তাদের অংশগ্রহনে তা আয়োজন করা যেতে পারে। পঠন-পাঠন.কম সহ অন্য সকল ওয়েবসাইটে এ শিশুদের যেকোনো তথ্য প্রদানের ক্ষেত্রে আমরা তাদেরকে তাদের পিতামাতা বা অভিভাবকগণের সাথে আলোচনা সাপেক্ষে তা প্রদান করতে উৎসাহিত করি। আমরা আশা করি যে এ শিশুদের যেকোনো অনলাইন কার্যক্রমে তাদের পিতামাতা বা অভিভাবকগণ যুক্ত থাকবেন এবং তাদের সুরক্ষা নিশ্চিতকরণে প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণ করবেন। শিশু সুরক্ষা বিষয়ে আপনার কোনো পরামর্শ জানাতে অথবা আমাদের যেকোনো সেবা বা কার্যক্রমে শিশু সুরক্ষা বিষয়ে আপনার উদ্বেগ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন [email protected] এই ইমেইল এড্রেসে।
৮. কুকি এর ব্যবহার
পঠন-পাঠন.কম এ আমরা আপনাকে উন্নত সেবা প্রদান করার জন্য ‘কুকি’ ব্যবহার করে থাকি। কুকি হচ্ছে একটি টেক্সট ফাইল যা আমাদের ওয়েব সার্ভার দ্বারা আপনার কম্পিউটারের হার্ড ড্রাইভে প্রেরণ করা হয়। এটি কোনো ভাইরাস নয় বা এর দ্বারা আপনার কম্পিউটারে কোনো প্রোগ্রাম পরিচালনা করা সম্ভব নয়। একটি আমাদের ওয়েব সার্ভার এবং আপনার কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপনের কাজ করে যা আপনাকে উন্নত সেবা প্রদান করার জন্য সহায়তা করে। এছাড়া কুকি দ্বারা সংগ্রহকৃত তথ্যসমূহ বিশ্লেষণ করে আমরা আমাদের ওয়েবসাইট এবং সেবাসমূহ আরো ভালোভাবে পরিচালনা করতে সক্ষম হই। আপনি স্বাধীনভাবে আমাদের কুকিগুলো ব্যবহার করা বা না করার সিদ্ধান্ত নিতে পারেন। বেশিরভাগ ওয়েব ব্রাউজারগুলোই স্বয়ংক্রিয়ভাবে কুকিগুলোকে তাদের কাজ করতে সহায়তা করে, তবে আপনি চাইলে আপনার ওয়েব ব্রাউজারের সেটিংসে প্রয়োজনীয় পরিবর্তন করার মাধ্যমে আপনার কম্পিউটারে কুকিগুলোর কার্যক্রম প্রত্যাখ্যান করতে পারেন। তবে সেই ক্ষেত্রে এই ওয়েবসাইটের কিছু সুবিধা ভোগ করা থেকে আপনি বঞ্চিত হতে পারেন।
৯. তৃতীয় পক্ষের বিজ্ঞাপন
আমরা যদি মনে করি কোনো তৃতীয় পক্ষের পণ্য এবং পরিষেবাদি আপনার জন্য উপযোগী বা আপনার আগ্রহের বিষয় হতে পারে, তবে আমরা সে বিষয় সম্পর্কিত বিজ্ঞাপন আমাদের ওয়েবসাইটে পরিবেশন করতে পারব এবং বিজ্ঞাপন প্রদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে আমাদের ওয়েবসাইটের ব্যবহারকারীগণ এবং আমাদের সেবা গ্রহণকারীগণের সামষ্টিক এবং অব্যক্তিগত তথ্যসমূহ শেয়ার করতে পারব। আমরা কখনোই বিজ্ঞাপনদাতাদের সাথে আমাদের ওয়েবসাইটের ব্যবহারকারী এবং আমাদের সেবাগ্রহণকারীগণের ব্যত্তিগত তথ্য বিনিময় করি না।
১০. অন্যান্য ওয়েবসাইটের লিংক সমূহ
আমরা আমাদের ওয়েবসাইটের বিভিন্ন পেইজে, আমাদের কোর্সগুলোতে এবং পোস্ট বা আর্টিকেলগুলোতে আমাদের ব্যবসার সাথে সম্পৃক্ত নয় এরকম বিভিন্ন ওয়েবসাইটের লিংক রিসোর্স হিসেবে ব্যবহার করে থাকি। এ সকল ওয়েবসাইটের ব্যক্তিগত তথ্য ব্যবস্থাপনার সাথে আমরা কোনো ভাবেই সম্পৃক্ত নই বা এটি আমাদের দায়িত্বও নয়। তাই এ সকল ওয়েবসাইটে ব্যক্তিগত তথ্য প্রদানের ক্ষেত্রে আমরা আপনাকে তাদের ব্যক্তিগত তথ্য ব্যবস্থাপনা নীতিমালা সম্পর্কে সচেতন থাকা এবং তা অনুসরণ করার অনুরোধ করছি।
১১. তথ্য বিনিময় এবং প্রকাশ
সরকার বা আইন প্রয়োগকারী সংস্থার অনুরোধে, আইনি বাধ্যবাধকতায়, আমাদের ব্যবসায়িক অধিকার নিশ্চিতকরেণে, আপনার বা অন্যদের সুরক্ষা নিশ্চিতকরণে এবং যেকোনো দুর্নীতি বা দুর্ঘটনা অনুসন্ধানে আমরা যেকোনো তথ্য প্রকাশ বা বিনিময় করার অধিকার সংরক্ষণ করি।
১২. গোপনীয়তা সংরক্ষণ নীতিমালায় পরিবর্তন বা পরিবর্ধন
আমরা এই নীতিমালাটি প্রয়োজনে যেকোনো সময় পরিবর্তন বা পরিবর্ধন করার অধিকার সংরক্ষণ করি এবং পরিবর্তিত নীতিমালাটি ওয়েবসাইটে পোস্ট করার সাথে সাথেই তা কার্যকরী হবে। নীতিমালাটিতে যেকোনো পরিবর্তনের ক্ষেত্রে আমরা এই ওয়েবসাইটের সকল ব্যবহারকারীগণকে ইমেইলের মাধ্যমে অবহিত করব এবং এ ওয়েবসাইটের কোনো অংশে (যেখানে পরিদর্শনকারীগণ সচরাচর পরিদর্শন করেন) এ পরিবর্তন সম্পর্কে একটি ঘোষণা সাত (৭) দিনের জন্য প্রদান করা হবে। এছাড়া এই পেইজের শেষে নীতিমালাটি সর্বশেষ কবে আপডেট করা হয়েছে সে তারিখ দেখে নীতিমালাটিতে কোনো পরিবর্তন নিয়ে আসা হয়েছে কিনা তা চিহ্নিত করা যাবে। আপনি যদি পরিবর্তিত নীতিমালার সাথে একমত পোষণ না করেন তবে আমাদেরকে [email protected] এই ইমেইল এড্রেসে ‘সমাপ্তি’ বিষয় উল্লেখ করে একটি ইমেল পাঠিয়ে আপনার অ্যাকাউন্টটি ডিলিট করার অনুরোধ জানাতে পারেন। নীতিমালায় পরিবর্তনের পর আমাদের ওয়েবসাইট এর ব্যবহার এবং আমাদের সেবাসমূহ গ্রহণ করাকে পরিবর্তীত নীতিমালাটি অনুসরণ করার ক্ষেত্রে আপনার ঐক্যমতের প্রকাশ হিসেবে ধরে নেয়া হবে।
১৩. গোপনীয়তা সংরক্ষণ নীতিমালার সাথে ঐক্যমত
আপনি এ মর্মে সাক্ষ্য দিচ্ছেন যে আপনি এই ‘গোপনীয়তা সংরক্ষণ নীতিমালা’ এবং এই ওয়েবসাইটের ‘ব্যবহার নীতিমালা’ দু’টি পড়েছেন এবং এ নীতিমালাগুলোতে সংযুক্ত সকল নীতি এবং শর্তাদির সাথে আপনি একমত পোষণ করেন। এই ওয়েবসাইটটি ব্যবহার করার মাধ্যমে এবং আমাদের অনলাইন কোর্স বা অন্যান্য সেবা গ্রহণ করার মাধ্যমে আপনি এসকল নীতিমালা এবং শর্তাদি মেনে চলার অঙ্গীকার করছেন। আপনি যদি এই নীতিমালাগুলোর সাথে ঐক্যমত পোষণ না করেন তবে আপনি এই ওয়েবসাইটটি ব্যবহার বা আমাদের কোনো সেবা গ্রহণ করার জন্য অনুমোদিত নন।
আমাদের নীতিমালাগুলো অনুসরণ করার ক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটলে আমরা যেকোনো সময় যেকোনো একাউন্ট স্থগিত বা বাতিল করা, দায়ী বা অভিযুক্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গকে প্রদেয় সেবা বন্ধ করে দেয়া এবং প্রয়োজনে তার বা তাদের বিরুদ্ধে আইনি সহায়তা নেয়ার অধিকার সংরক্ষণ করি।
আপনার যদি আমাদের ‘গোপনীয়তা সংরক্ষণ নীতিমালা’ এবং ‘ওয়েবসাইট ব্যবহার নীতিমালা’ সম্পর্কে কোনো প্রশ্ন বা পরামর্শ থাকে তবে তা আমাদেরকে জানাতে [email protected] এই ইমেইল এড্রেসে যোগাযোগ করুন।
এই নীতিমালাটি সর্বশেষ ২১শে ফেব্রুয়ারি, ২০২২ তারিখে আপডেট করা হয়েছে।