পঠন-পাঠন.কম এর সকল নতুন সহকর্মীগণকে পঠন-পাঠন.কম এর উদ্দেশ্য, লক্ষ্য, মূল্যবোধ সমূহ, ব্যবসায়িক কর্যক্রম ও নীতিমালা সমূহ, কর্মীগণের দ্বায়িত্ব ও কর্তব্য সমূহ ইত্যাদি সম্পর্কে পরিচিতকরণের উদ্দেশ্যে এই কোর্সটি প্রনয়ন করা হয়েছে।
পঠন-পাঠন.কম এর সকল কোর্সগুলোই অনলাইন কোর্স, তাই কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগ থাকলেই আপনি ঘরে বসে কোর্সগুলো সম্পন্ন করতে পারবেন। কোর্সের লিংকের জন্য কোর্সটি ক্রয় করে ড্যাশবোর্ড থেকে আমার কোর্স পেইজটি ভিজিট করুন।
পঠন-পাঠন.কম এর যে কোন কোর্স করার জন্য আপনার একটি কম্পিউটার, ট্যাবলেট বা মোবাইল ডিভাইস থাকতে হবে অথবা এরকম একটি ডিভাইস ব্যবহারের সুবিধা থাকতে হবে। এর বাইরে অনলাইনে ভিডিও দেখার মত ইন্টারনেট সংযোগও থাকতে হবে।
পঠন-পাঠন.কম এর বেশিরভাগ কোর্সগুলোই বিষয়ভিত্তিক তথ্য বা ভিডিও লেকচার দিয়ে তৈরি, তাই শিক্ষার্থীরা তাদের সুবিধামত সময়ে কোর্সগুলো অনলাইনে সম্পন্ন করতে পারেন। তবে, কিছু কিছু কোর্স প্রশিক্ষকগণ শিক্ষার্থীদের নিয়ে অনলাইনে সঞ্চালনা করে থাকেন (যেমন ইংরেজি ভাষা শিক্ষা কোর্সসমূহ)। সেগুলো একটি নির্ধারিত সময়ে শুরু হয়ে থাকে এবং নির্ধারিত সময়ে শেষ হয়। আপনার কোর্সটি শুরু হবার কোন নির্ধারিত সময় আছে কিনা তা জানার জন্য ‘কোর্স শুরু করার জন্য করণীয়’ এ সেকশনটি অনুসরণ করুন।
পঠন-পাঠন.কম এর বেশিরভাগ কোর্সগুলোই আপনি একবার ক্রয় করলে সারা জীবন কোর্সটি এক্সেস করতে পারবেন। তবে যে সকল কোর্স প্রশিক্ষকগণ শিক্ষার্থীদের নিয়ে অনলাইনে সঞ্চালনা করে থাকেন, সে কোর্সগুলো শুরু হওয়া এবং শেষ হওয়ার একটি সুনির্দিষ্ট মেয়াদ থাকে। আপনার কোর্সটি শুরু হওয়া এবং শেষ হওয়ার কোন মেয়াদ আছে কিনা তা জানতে ‘কোর্স শুরু করার জন্য করনীয়’ এ সেকশনটি অনুসরণ করুন।
পঠন-পাঠন.কম এ যেকোনো কোর্স অন্তর্ভুক্তির ক্ষেত্রে আমরা কোর্স প্রস্তুতকারক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করে থাকি, যাতে কোর্সটি আমাদের নির্ধারিত মান পূরণ করতে পারে। এছাড়া কোর্সটি আপনার জন্য কতটুকু উপযোগী হবে তা বোঝার জন্য কোর্সটির বিষয়বস্তু এবং কোর্স শেষে শিক্ষার্থীরা যে জ্ঞান এবং দক্ষতাসমূহ অর্জন করবেন সে তথ্যগুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত নিন। এছাড়াও কোর্সটি সম্পর্কে অন্যান্য শিক্ষার্থীদের মতামত এবং রিভিউ, কোর্সটির মান সম্পর্কে আপনাকে একটি পরিপূর্ণ ধারণা দিবে। সর্বোপরি শিক্ষার্থীদের সন্তুষ্টি নিশ্চিতকরণে আমাদের গৃহীত ওয়েবসাইট ব্যবহার নীতিমালার মূল্য ফেরত অনুচ্ছেদটি পড়ুন ।
কোর্সটি ক্রয় করার জন্য উপরে ‘কোর্সটি শুরু করুন’ বাটনে ক্লিক করুন এবং কোর্সটি কার্টে যোগ করুন। অতঃপর একদম উপরের ডানদিকে কার্ট বাটনে ক্লিক করুন এবং সঠিক কোর্সটি নির্বাচিত হয়েছে কিনা তা নিশ্চিত করুন। এবার নিচের চেক-আউট বাটনে ক্লিক করুন এবং চেক আউট করার জন্য প্রয়োজনীয় তথ্যাদি প্রদান করুন। সবশেষে ‘ক্রয় করুন’ বাটনে ক্লিক করুন এবং কোর্সটির জন্য পেমেন্ট সম্পন্ন করুন। সফলভাবে পেমেন্ট সম্পন্ন করার পর ড্যাশবোর্ড থেকে ‘আমার কোর্স’ পেইজটি ভিজিট করুন এবং সেখানে কোর্সটি সম্পন্ন করা লিঙ্ক পেয়ে যাবেন।
পঠন-পাঠন.কম এর ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিশ্চিত করা আমাদের অন্যতম অগ্রাধিকার, তাই ব্যবহারকারীদের তথ্যের সুরক্ষা নিশ্চিতকরণে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। পঠন-পাঠন.কম এ আমরা সিকিউর সকেটস লেয়ার বা এস এস এল নামক নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করি ফলে আপনার পেমেন্ট এর সকল তথ্য এনক্রিপটেড অবস্থায় পেমেন্ট গেটওয়ে অথরিটি বা ব্যাংকের সাথে বিনিময় করা হয়। উপরন্তু আপনার ক্রেডিট কার্ড বা মোবাইল ওয়ালেট এর কোন তথ্য আমরা সংরক্ষণ করি না বরং তা পেমেন্ট গেটওয়ে অথরিটি বা ব্যাংক ভেরিফাই করে থাকে। এছাড়া ওয়েবসাইটের সার্বিক সুরক্ষার জন্যও আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি।
কোর্স সংশ্লিষ্ট যে কোন বিষয়ে কোন প্রশ্ন থাকলে বা আরো কিছু জানার থাকলে শিক্ষার্থীগণ উক্ত কোর্স পেইজ বা স্টুডেন্ট ফোরামে প্রশ্ন করতে পারেন। প্রশিক্ষকগণ সকল কোর্স পেইজ এবং ফোরাম (সমূহ) নিয়মিত পর্যবেক্ষণ করেন এবং সে প্রশ্নসমূহের যথাযথ উত্তর প্রদান করে থাকেন। এছাড়া পঠন-পাঠন.কম এর প্রায় সকল কোর্সেই একটি নির্দিষ্ট সময় পরপর শিক্ষার্থীদের প্রশিক্ষকগণের সাথে মত বিনিময় এবং শিক্ষার্থীদের যে বিষয়গুলো বোঝায় সমস্যা আছে, তা নিয়ে আলোচনা করার ব্যবস্থা থাকে। এছাড়াও শিক্ষার্থীগণ প্রযোজনে কোর্স সম্পৃক্ত যেকোনো সমস্যা সম্পর্কে আমাদেরকে জানাতে পারেন। সেক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট প্রশিক্ষকের সাথে আলোচনার মাধ্যমে উক্ত সমস্যা সমাধানের ব্যবস্থা করে থাকি। আমাদেরকে জানানোর জন্য ০১৮১৯৪৯৪৭২৩ এই নম্বরে অথবা support@pothonpathon.com এই ইমেইল আইডিতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
যে সকল কোর্সে সার্টিফিকেট প্রদানের ব্যবস্থা থাকে সে সকল কোর্স সফলভাবে শেষে করার পর আপনি ড্যাশবোর্ড থেকে সার্টিফিকেট ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।
উল্লিখিত প্রশ্নগুলোর বাইরে আপনার আরো কিছু জানার থাকলে তা আমাদেরকে জানান।
কোর্সটি অন্যদের সাথে শেয়ার করুন
500.00৳
নিশ্চিত ও সুরক্ষিত পেমেন্টের জন্য
২০২১ পঠন-পাঠন.কম
Reviews
There are no reviews yet